শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উদ্দীপ্ত তরুণ সংঘ
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: জীবন যুদ্ধে হার না মান খেটে খাওয়া মানুষ গুলো পরিবারের মুখে দু মুঠো ভাত জোগাড় করতে বেরিয়ে পড়ে জীবনের তাগিদে। ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে বিপর্যস্ত এখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে শীতের দাপট দেখা মিলেনি সূর্যের। ঠান্ডায় হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ সংঘ, সংগঠনটির উদ্যোগে রিক্সা, ভ্যান চালক এবং হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাখালি ও সৈয়দবাড়ি এলাকায় ঘুরে রিক্সা ও ভ্যান চালক এবং হতদরিদ্রদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা। “উষ্ণতার স্পর্শ ” নামে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, প্রতিষ্ঠাতা রবিউল মোস্তফা মুন্না, উদ্দীপ্ত প্রবাসী পরিষদের অর্থ সম্পাদক মো. মোরশেদ প্রমুখ।