ঢাকা | এপ্রিল ২৭, ২০২৫ - ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় সত্যানন্দ দত্তকে সংবর্ধনা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 18, 2025 - 3:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় সত্যানন্দ দত্তকে সংবর্ধনা প্রদান করা হয়। ১৭ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামনগর হরিতলা মন্দির প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সত্যানন্দ দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য এম.এম আশেক-ই-ইলাহী মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সাতক্ষীরা জেলা যুগ্ম-

আহবায়ক অমিয় রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার যুগ্ম-আহবায়ক নীলোৎপল নিলয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এ্যাভোকেট স্বপন কুমার মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতুয়া সংঘের সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর সদর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুর সবুর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব উৎপল কুমার মন্ডল প্রমুখ।

সংবর্ধনা সভায় বক্তারা যশোরেশ্বরী কালী মন্দিরকে সার্বজনীন ও নকিপুর হরিতলা মন্দিরকে কেন্দ্রীয় মন্দির সহ বিভিন্ন মন্দির এবং মহা শ্মশানের উন্নয়ন কল্পে অনুদানের সহায়তা আবেদন করেন।

Proudly Designed by: Softs Cloud