ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৪ অপরাহ্ন

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 2:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 320 বার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পানিতে ডুবে সামিউল ইসলাম (০২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ওই গ্রামের মোঃ তানজিদ হোসেনের ছেলে।

ছাতারদিঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন আকন্দ এতথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে সামিউল অপর এক শিশুর সাথে বাড়ির পাশের খালের উপর বাঁশের সাঁকো পারাপারের সময় পানিতে পড়ে ডুবে যায়। এসময় অপর শিশুটি দৌড়ে গিয়ে সামিউলের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে সামিউলকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।