ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৪১ অপরাহ্ন

মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 11:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 137 বার

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতার আয়োজনে করেন স্থানীয়রা।

শনিবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি ফাঁকা মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গোবিন্দপুর গ্রামবাসীর আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত ঘোড়া সোয়ারিরা এ প্রতিযোগীতায় অংশ নেয়।

মাঠের নির্ধারিত স্থানে তিনবার প্রদক্ষিণ শেষে প্রথম স্থান অধিকার করে নওগাঁর ধামইরহাট উপজেলার ঘোড়া সোয়ারি তাসলিমা’র ঘোড়া।

এরপর সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রসাদপুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন।

এসময় বিভিন্ন এলাকা থেকে অাগত হাজার- হাজার শিশু,কিশোর, আবাল, বৃদ্ধ-বণিতা নারী-পুরুষ উৎসুক জনতার পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা এবং মান্দা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মৈনম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ, আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।