তারিনের বাবা লাইফ সাপোর্টে
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি।
অভিনেত্রী তারিন নিজেই এই খবর নিশ্চিত করেছেন ফেসবুকের এক স্ট্যাটাসে।
তিনি জানিয়েছেন, তারা বাবাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ সময় বাবার জন্য সবার দোয়াও চেয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
তারিন তার পোস্টে লেখেন, ‘আমার বাবা, আমার শক্তি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।’
তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।
তারিন জানিয়েছেন তার বাবা মো. শাহজাহান অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।