গল্প সাগরিকা
শরীফ শামিল
প্রিয় সাগরিকা ,
এখন তুমি গায়িকা।
সে সময়ের ফুলগুলো গন্ধ ছড়ায় এখনও। আর ( সে সময়) এ সময়ের ভুলগুলো যন্ত্রণা বাড়ায় কেবল।
সাগরিকা
তোমার দলছুট হওয়ার গল্প, আমার কবিতা গল্পে আছে অল্প স্বল্প।
সাগরিকা
কেমন আছে, তোমার লম্ফ ঝম্প গান- জীবন? একদিন “কবিতা” র সাথে বসবাস ছিল তোমার। এখন তোমাকে দেখা যায়, গিটার হাতে শহরের অলি- গলিতে– গিটার বন্ধুদের জমাটি আড্ডায়। ক্লাব ফাংশনে। খুব শিগগিরই তুমি পপুলার হয়ে ওঠবে। শুভকামনা রইল।
গান আমারও প্রিয় কিন্তু কেন যে, ঢিমে তালের কবিতা জীবনই টেনে টুনে বেঁধে রাখল আমাকে! ( অবশ্য ভাল গানের সাথে কবিতা সাংঘর্ষিক নয়)
“মানুষ তাঁর কর্মের মাঝে, নিজ প্রতিকৃতিকে প্রকাশ করে থাকে।” এটা বোধহয় দান্তের কথা। নাকি আমারই..!
” শিল্পের জন্য শিল্পী শুধু” এছাড়া অন্যভূবন থাকতে নেই কোনও শিল্পী র- এটাও বোধহয় অন্য কারো লেখা..
সাগরিকা, তুমি( আগের) আপন কাজের মাঝে নিজকে চিনতে পারোনি।তোমার কাজ ও ভালবাসা দুটোই বদলে গেছে। নাগরিক সুবিধাগুলো এখন তোমাকে তরঙ্গে দোলায়, ভাসায়…
ওয়ালটার বেনজামিন ” মুসিল” এর মেধার প্রশংসা করেছেন কিন্তু তাঁর শিল্পের প্রশংসা করেননি।
সাগরিকা, আমি তোমার মেধা ও শিল্প দুটোরই প্রশংসা করছি। ” রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল
.. সিলসিলা
এলো দিল্লী তে নিজাম উদ্দীন আউলিয়া..
এ গানটি তুমি যতই নাচন কুদন করে গাইছিলে, ততই ভাললাগছিল আমার। কোনও আধ্যাত্মিক জাতীয় গান যে, আমার এত ভাললেগে যাবে – ভাবতেই পারিনি!
তুমি এখন শুধু সুরকেই ভালবাসছো। আমি কথা সুর দুটোকেই ভালবাসি। হয়তো তুমিও বাসো..
কিংবা কে জানে, আমরা কিছুই ভালবাসি না। শুধু ভালবাসার ভান করি!
সাগরিকা, তোমার শেষ কথাটা ছিল: ভালথেকো। ভাল আছি সাগরিকা। কোনও শিল্পী কে খারাপ থাকতে নেই ( আমিও তো কথাশিল্পী..)।
প্রিয় ও জনপ্রিয় র ভিন্নতা আমি জানি সাগরিকা। তোমাকে হারিয়ে ফেলেই আমি বুঝতে পেরেছি: নিজকে হারিয়ে ফেলিনি।
সাগরিকা, জানতে ইচ্ছে করছে, আমার অপ্রকাশিত কবিতাটি কেমন আছে? ( যেটা শুধু তোমার জন্য লিখে, তোমার ইনবক্সে পাঠিয়েছিলাম) ” আজ আর কোনও পাগলামি নয়। তোমার মুখছবিতে আলতো চুমু দিয়ে,
শুধু ভালবাসলাম নীরবে। এত নীরবে যে, তোমার মাথার চুল, কানের লতি পর্যন্ত জানল না একচুলও।
পুনশ্চ:
তুমি আমার একটা সাম্প্রতিক সময়ের ছবি চেয়েছিলে;
সাগরিকা, কবিরা বেঁচে থাকেন নামে ও কর্মে– কোনও ছবিতে নয়।
ভাল থেকো।
ইতি
তোমার নকীব