ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “৩৮ এখন মহা-ঝঞ্ঝালে”‘

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 8:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

সাদ্দাম হোসেন(অথই বন্য)

প্রেমিকা আমার বয়সের বেড়া-জালে

প্রলাপ করে, ছেড়ে যাবার বাহানা আঁটে,
বয়স আমার ৩৮ হলেও মন্দ নয়
আমি একদম নির্বোধ বালক,
প্রেমিকা আমার কথা শুনে, হয়ে যায় ঈর্শাকাতর,
আমি মিথ্যের বেড়াজাল ঢেকে রাখি সত্য দিয়ে
প্রেমিকা আমার সত্য রেখে মিথ্যে লয়ে আছে মজে।

বহুদিন পর তাহার নজরে, এলো আমার ৩৮ লেখাটা
এই নিয়ে আজ তুলকালাম, আরও কত কি ঘটনা!
বললো সে, তবে কি তুমি আসলেই ৩৮ শে মাখামাখি!
তখন যে আমাকে বলেছিলে তুমি, ৩২ বছর নাকি?

প্রেমিকা আমার আছে রেগে-
আমি আছি মহা-বিপদে।

কোনটা সত্য কোনটা মিথ্যে এতো কিছু আমি বুঝি না
আমার মনে হয় তুমি, শেষে হবা এক বুড়ো দাদা!
বাল্য কালের ছবি জুলিয়ে-
প্রোফাইল রেখেছো রঙিন করে!
এইবার তুমি দয়া করে সত্যি কথাটা বলো আমাকে।

কি করবো আর, বললাম শেষে
ওহে বালিকা শুনো তবে,
বয়স আমার খুব বেশি না
এখনো আমি সরকারী চাকুরি খুঁজে বেড়াই-
দপ্তর দপ্তর ঘুরিয়া।

এইবার বালিকা শান্ত হলো,
প্রেমিক আমার বড্ড মধুর
মুখে যাই বলুক, মনটা বোধহয় হবে তরুণ।