ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আশাশুনিতে ওয়ারেন্টভূক্ত ১৩ আসামী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 7:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃআশাশুনি থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ১৩ জন আসামীকে আটক করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে সোমবার এসআই ফকির জুয়েল রানা, এসআই গাজী নূর নবী, এসআই নবাব আলী, এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই কবির হোসেন, এএসআই দেবাশীষ মন্ডল, এএসআই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ওয়ারেন্ট মূলে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দাদপুর গ্রামের সামছুর বিশ্বাস এর ছেলে আঃ সবুর, কল্যানপুর গ্রামের বাবর আলী মোল্যা ওরফে বাবু মোল্যার ছেলে মতি মোল্যা ও আক্তার মোল্যা, রাজাপুর গ্রামের নুরু ঢালীর ছেলে মনিরুল ঢালী, বেউলা গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে বিল্লাল হোসেন, রামনগর গ্রামের মৃত সত্যরঞ্জন সানার ছেলে প্রনব সানা, পুরোহিতপুর গ্রামের মৃত মোছেল উদ্দীন সরদারের ছেলে ইলিয়াছ সরদার, ইদ্রিস আলী ও সুলতান সরদার, গোদাড়া উত্তরপাড়া এলাকার মৃত বলাই দাস এর ছেলে তারক দাস, শ্রীকলস এপি মানিকখালী চর এলাকার আব্দুর রশিদ মোল্যার ছেলে আব্দুল আলিম মোল্যা, বড়দল গ্রামের মৃত জেহের গাজীর ছেলে হাকিম গাজী এবং সোদকনা গ্রামের বাবর আলী গাজীর ছেলে আলমগীর হোসেন। আটককৃতদেরকে মঙ্গলবার বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।